নোয়াখালী প্রতিনিধিঃ বৃহত্তর নোয়াখালীর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ আশপাশের অঞ্চল সমুহকে নিয়ে বিভাগ ঘোষনার দাবিতে ঢাকায় সমাবেশে অংশ গ্রহনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় নোয়াখালীর চৌমুহনী প্রেসক্লাবের হল রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য ফেডারেশনের সভাপতি এস এম সাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় চৌমুহনী প্রেসক্লাবের আহবাকয় ইয়াকুব নবী ইমন, যুগ্ম আহবায়ক আবদুর রহিম, ব্যবসায়ী নেতা আবদুল্যাহ আল বাকিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষনার দিতে সরকারের প্রতি আহবান জানান। সেই সাথে আগামীকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডাকা মহাসমাবেশের বিষয়ে বেগমগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য ফেডারেশনের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করা হয় এবং সমাবেশে অংশ গ্রহনের সিন্ধান্ত হয়।